• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

এলেনার কাছে সেরেনার বিদায়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ জুন ২০২১, ১২:২৯
serena, elena rybakina, RTV online
সেরেনা উইলিয়ামস

মা হিসেবে সেরেনার গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন পূরণ হলো না। ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলো থেকে ছিটকে পড়লেন যুক্তরাষ্ট্রের টেনিস কুইন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি মার্গারেট কোর্টকে ছোঁয়ার অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো। এলেনা রিবাকিনার কাছে ৩-৬, ৫-৭ সেটে হারলেন ২৩টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী সেরেনা।

৩৯ বছর বয়সী সেরেনা উইলিয়ামস কে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন এলেনা। ২০১৮ কাজাখস্তানের নাগরিকত্ব নেয়া এই তরুণী কোয়ার্টারে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন আনাস্তাসিয়া পাচলুচেঙ্কোভাকে।

১৯৯৯ সালে ইউএস ওপেনে ক্যারিয়ারের প্রথম মেজর ট্রফি জিতেছিলেন সেরেনা। তখন এলেনার বয়স ছিল মাত্র দুই মাস।

কিংবদন্তি সেরেনাকে হারিয়ে ২১ বছর বয়সী এই তারকা বলেন, ‘ছোট থেকে টেলিভিশনে তার ম্যাচ দেখে বড় হয়েছি। আমি অনেক খুশি। অসাধারণ এক অনুভূতি।’

এদিকে রোলাঁ গারো খ্যাত ফ্রেঞ্চ ওপেন থেকে বিদায়ের পর সেরেনার সামনে রয়েছে উইম্বলডন। আগামী ২৮ জুন থেকে শুরু হতে চলছে এই আসর। সুযোগ রয়েছে অজি তারকা মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড ভাগ বসানোর।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সবকিছু ঠিক থাকলে টেনিস আরও এগিয়ে যাবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
‘একজন খেলোয়াড় তৈরি করব, দেশবাসী গর্ব করবে’
ফ্রেঞ্চ ওপেনেও অনিশ্চিত নাদাল!
বাংলাদেশ আইটিএফ ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুরের উদ্বোধন
X
Fresh